কয়রা প্রতিনিধিঃ অরবিন্দ কুমার মণ্ডল
কয়রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় কয়রা সদরে বিক্ষোভ মিছিল শেষে তিন রাস্তার মোড়ে পথ সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষক আব্দুর রউফ এর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন, কয়রা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়রার ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী, কয়রা উপজেলা যুব দলের আহবায়ক শরিফুল আলম, সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ, মহারাজপুর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি মাসুম বিল্লাহ, কয়রা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি জাহিদুল ইসলাম, ছাত্রনেতা মহাসিন আলম, গণঅধিকার পরিষদের সভাপতি ইয়াছিন আরাফাত, সাবেক ছাত্র নেতা আব্দুল হাই সিদ্দিকী, কয়রা উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সাধারন সম্পাদক আসমাতুল্লাহ-আল-গালিব, কয়রা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন টিটু, ছাত্র অধিকার পরিষদের সাধারন সম্পাদক বেলাল হোসেন, কয়রা ব্লাড ও ফুড ব্যাংকের সভাপতি মোস্তাফিজুর রহমান, ছাত্রদল নেতা মেহেদী হাসান সবুজ, তৌহিদুল ইসলাম প্রমুখ।