কয়রা খালে অবৈধ নেটপাটা অপসারণে মিডিয়া ক্যাম্পেইন

20241202_181354-scaled.jpg

কয়রা প্রতিনিধিঃ অরবিন্দ কুমার মণ্ডল

উপজেলার কয়রা খালে অবৈধ নেটপাটা দিয়ে মাছ শিকারের কারণে পানি সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এক শ্রেণীর মানুষ। এতে করে কৃষকরা ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি মৎস্য প্রজনন ধবংস হচ্ছে। এ ছাড়া পরিবেশে পড়ছে বিরুপ প্রভাব। স্থানীয় অধিবাসীদের সুবির্ধাতে নেটপাটা ও অবৈধ জাল অপসারণ করার জন্য উপজেলা প্রশাসনের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনার লক্ষ্যে এক মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

২ ডিসেম্বর সোমবার দুপুর ১২ টায় সুন্দরবন কোয়ালিশন এই ক্যাম্পেইনের আয়োজন করে। এতে সহযোগীতা করেন সিএনআরএস, মহিলা ও শিশু সংগঠন, পাথরখালী মিলনী যুব  ও অডিএফ। ক্যাম্পেইনে কয়রা উপজেলার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা অংশ গ্রহণ করেন। ক্যাম্পেইনের পুর্বে এ উপলক্ষে আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিএনআরএসের টেকনিক্যাল ম্যানেজার মোঃ হারুন অর রশিদ, মহিলা ও শিশু সংগঠনের নির্বাহী পরিচালক মুর্শিদা খাতুন, পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার, এডিএফের সভাপতি কোমলেশ মন্ডল প্রমুখ। পরে উপস্থিত সাংবাদিকরা কয়রা খাল পরিদর্শন করেন। 

Share this post

PinIt
scroll to top