কয়রা প্রতিনিধিঃ অরবিন্দ কুমার মণ্ডল
কয়রা উপজেলার গোবিন্দপুর প্রগতী যুব সংঘের আয়োজনে ৪ দলীয় আরাফাত রহমান কোকো স্মৃতি লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভালুকা চাঁদপুর ফুটবল একাদশ ১-০ গোলে মঞ্জুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
৩০ নভেম্বর শনিবার বিকাল ৩ টায় গোবিন্দপুর গাজী আব্দুল জব্বার হাইস্কুল এন্ড কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুস। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হাসান, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, উপজেলা বিএনপি নেতা সরদার মতিয়ার রহমান কোহিনুর ইসলাম, শেখ হারুন অর রশিদ, আঃ সামাদ, গাজী সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, সাবেক অধ্যাপক আবু বকর ছিদ্দিক, মোঃ নজরুল ইসলাম, ডিএম নুরুল ইসলাম, যুবদল নেতা ইঞ্জিনিয়ার শোভন, ইছানুর রহমান, আকবার হোসেন, আছাদুল ইসলাম, কৃষক দলের আহবায়ক এস এম গোলাম রসুল, সদস্য সচিব আবু সাইদ মালী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্যাহ সবুজ, ছাত্রদল নেতা ইমরান হোসেন, খেলার আয়োজক কমিটির আহবায়ক ডাঃ নুর ইসলাম খোকন, সদস্য জিএম রবিউল ইসলাম, মেহেদী হাসান মিলন, আলহাজ্ব দ্বীন মোহাম্মদ, আসমাতুল্যাহ আল গালিব, জিএম তানভীর আহমেদ, মাহমুদ হাসান প্রমুখ।
খেলায় বিজয়ী দলকে ১ লক্ষ টাকা পুরুস্কার দেওয়া হয়। অনেক দিন পর কয়রায় এই প্রথম জাঁকজমকপূর্ণ একটি ভাল খেলার আয়োজন করায় হাজার হাজার দর্শক আনন্দঘোনো পরিবেশে খেলাটি উপভোগ করেন।