নরসিংদী প্রতিনিধিঃ রাজ উদ্দিন
নরসিংদীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) ড্রীম হলীডে পার্কে বর্ণাঢ্য কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর কেন্দ্রীয় সহ-সভাপতি মীর মনির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তি প্রাপ্ত প্রায় শতাধিক শিক্ষার্থীর হাতে নগদ অর্থ ও সম্মাননা স্মারক তুলে দেন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা কমিটির সভাপতি কাজী মেহবুব ইয়াসিন এর সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তছলিম উদ্দিন, মাধবদী মহাবিদ্যালয় এর বিদ্যোৎসাহী সদস্য আব্দুল বাতেন শাহীন, বিশিষ্ট শিল্পপতি দেলোয়ার হোসেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) মাধবদী থানা শাখার সাধারণ সম্পাদক মোস্তাকিম হোসেন, মাধবদী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাওন খন্দকার শাহিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী সহ সুশিল সমাজের নেতৃবৃন্দ।