দেশের তথ্য ডেস্কঃ
খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নগরীকে মাদকমুক্ত রাখতে অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় লবণচরা থানা পুলিশ ২১ নভেম্বর সকালে ঠিকরাবন্দ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকা থেকে আগত পরিবহন বাসে তল্লাশী চালিয়ে মোঃ উজ্জল শেখ (৪২), পিতা-মোঃ লিয়াকত শেখ, সাং-তেলকাড়া, থানা-লোহাগড়া, জেলা-নড়াইলকে ৬০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে। আটকের পর থেকেই সে অসুস্থ বোধ করতে থাকে। তখন তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদে সে জানায় যে তার পেটের মধ্যে আরো ইয়াবা আছে। অতঃপর তাকে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়।
এক্স-রে করে দেখা যায় যে তার পেটের ভেতর অনেকগুলো পোটলা আছে। কর্তব্যরত ডাক্তার মেডিসিন খাওয়ানোর পর একে একে দীর্ঘ সময় ধরে ইয়াবার পোটলাগুলো তার মলদার দিয়ে বের হতে থাকে। তার পেট থেকে পলিথিনে মোড়ানো মোট ৩৩ টি পোটলা বের হয়। একেকটি পোটলায় ৫০টি করে মোট ১৬৫০ পিস ইয়াবা পাওয়া যায়। তার কাছে পাওয়া ৬০০ সহ সর্বমোট ২২৫০ পিস ইয়াবা তার নিকট থেকে জব্দ করা হয়েছে।
এ সংক্রান্তে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।