দেশের তথ্য ডেস্কঃ
৫ তারিখ গণঅভ্যুত্থান এর পরে দেশের সব প্রান্তেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কতৃক ছাত্ররা দেশ সংস্কারে কাজ করে যাচ্ছে।
এই সংস্কার এর একটি অংশ হিসেবে খাদ্য অভিদপ্তর এর একটি প্রজেক্ট ” টিসিবি ” এর কার্ড সংশোধনীয় বিষয়ে কাজ করছে সিটি কর্পোরেশন এর ওয়ার্ড ভিক্তিক ছাত্ররা। কারন বিগত সরকারের ক্রুটিযুক্ত তদন্তের কারণে টিসিবি এর পন্য ভোগ করছে অধিকাংশ উচ্চবিত্ত পরিবারগুলা।
যাদের প্রকৃত পক্ষে এই কার্ডের কোনো প্রয়োজন হয় না। অথচ দেশের অনেক নিম্নবিত্ত ও নিম্নবিত্ত – মধ্যবিত্ত পরিবার রয়েছে, যারা এই পন্যটা পাবার যোগ্য। তাদের প্রাপ্যটুকু তাদেরকে ফিরিয়ে দিতে কাজ করছে সাধারণ ছাত্ররা। পুরাতন টিসিবি কার্ড পূর্ন তদন্ত ও সংশোধনের মাধ্যমে ফিরিয়ে দিবার চেষ্টা করছে তারা।
বিনা পারিশ্রমিকে প্রতিনিয়ত সমাজ সেবায় নিয়োজিত রয়েছে তারা।
২৮ নং ওয়ার্ডে ১৯ নভেম্বর টিসিবি কার্ড সংশোধনীয় এবং নতুন টিসিবি কার্ডের পূর্ন তদন্ত করতে পশ্চিম টুটপাড়ায় কাজ করে ছাত্রদের ৩ টি দল।
এই ধারাবাহিকতায় ২০ নভেম্বর দক্ষিন টুটপাড়ায় পূর্ন তদন্তের জন্য কাজ করে ৩ টি দল। এসময় প্রতিটি বাসায় বাসায় গিয়ে পূর্নঙ্গ তদন্ত করছে ছাত্ররা। আর যাদেরকে বাসায় পাওয়া যায়নি তাদেরকে ফোন করে ও তার প্রতিবেশিদের কাছ থেকে তথ্য নিয়ে বিবেচনার মাধ্যমে তদন্ত করা হয়েছে।
খুলনা সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডেই সাধারণ ছাত্রদের মাধ্যমে টিসিবি কার্ড সংশোধনীয় কার্যক্রম চলমান রয়েছে।