বদলীজনিত বিদায় সংবর্ধনাঃ কেএমপি

20241115_113025-scaled.jpg

দেশের তথ্য ডেস্কঃ

১৪ নভেম্বর ২০২৪ তারিখ বিকালে খালিশপুরস্থ পুলিশ অফিসার্স মেসের কনফারেন্স রুমে কেএমপির ০৪ জন পুলিশ কর্মকর্তার বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।

কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মোল্লা জাহাঙ্গীর হোসেনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে; ডেপুটি পুলিশ কমিশনার (সদর, অতিঃ দায়িত্বে এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব রাশিদা বেগম, পিপিএম-সেবাকে কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ হিসেবে; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) জনাব মোঃ কামরুল ইসলামকে এআইজি, বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টর্স, ঢাকা হিসেবে এবং অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) মোঃ লাবীব আবদুল্লাহকে সীতাকুন্ডু সার্কেল, চট্রগ্রাম হিসেবে বদলী হওয়ায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা এবং স্মৃতিস্মারক প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ কেএমপিতে কর্মকালীন সময়ে বিদায়ী অতিথিবৃন্দের কর্মকালের স্মৃতিচারণ করেন। পুলিশ কমিশনার বিদায়ী অতিথিবৃন্দকে সততা ও নিষ্ঠার সাথে পরবর্তী জীবন অতিবাহিত করতে এবং তাঁদের কর্মকান্ডের মাধ্যমে বাংলাদেশ পুলিশের মর্যদা অক্ষুন্ন রাখতে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স, অতিঃ দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন্স) জনাব আবু রায়হান মোহাম্মদ সালেহ-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this post

PinIt
scroll to top