কয়রায় সিএসও কমিটির সভা

20241109_201615-scaled.jpg

কয়রা প্রতিনিধিঃ অরবিন্দ কুমার মণ্ডল
কয়রা উপজেলার কোলাবরেশন ও নেটওয়াকিং বৃদ্ধিার জন্য শিশু অধিকার সুরক্ষা কোয়ালিশান (সিএসও) প্রতিনিধিদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভা গতকাল শনিবার (৯ নভেম্বর) বেলা ১১ টায় পরিত্রানের কয়রা অফিসে অনুষ্ঠিত হয়।

বেসরকারী উন্নয়ন সংগঠন পরিত্রাণের উদ্যোগে ও দাতা সহযোগী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডা এর অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগীতায় ওয়াই-মুভস্ প্রকল্পের বাস্তবায়নে এ ত্রৈমাসিক সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত সদস্যরা। সিএসও কমিটির সভাপতি কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ. ব. ম. আবদুল মালেকের সভাপতিত্বে ও পরিত্রানের প্রজেক্ট অফিসার আলাউদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পরিত্রানের নির্বাহী পরিচালক মিলন দাস, সংগঠনের সাধারন সম্পাদক কপোতাক্ষ কলেজের সহকারি অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধা, সহ সম্পাদক ও মানব কল্যাণ ইউনিটের সভাপতি মোঃ আল আমিন ফরহাদ, খুলনা জেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা,সাংবাদিক ফরহাদ হোসেন, সিএসও কমিটির সদস্য ধীরেশ মাহাতো, মুর্শিদা খাতুন, অভিজিত মহালদার,কোমলেশ মন্ডল, সাধনা মুন্ডা, আশিকুজ্জামান আশিক, মিলন মুন্ডা, শিউলী মুন্ডা প্রমুখ।

প্রকল্পের এক্সজিট মিটিং এর পাশাপাশি কয়রা উপজেলার বাল্য বিবাহ প্রতিরোধ, ইভটিজিং বন্ধ,যৌন হয়রানী প্রতিরোধ, শিশু শ্রম, স্থানীয় সিএসওদের সাথে, আলোচনা এবং শিশু পাচাররোধে করনীয় বিষয় সহ প্রজনন স্বাস্থ্য বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্যরা ত্রৈমাসিক সভায় উপস্থিত ছিলেন।

Share this post

PinIt
scroll to top