ট্রাফিক সচেতনতায়ঃ কেএমপি

20241106_172029.jpg

দেশের তথ্য ডেস্কঃ
“ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ট্রাফিক সচেতনতার জন্য ০৬ নভেম্বর সকালে সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের মাঝে ট্রাফিকের নিয়ম-কানুন এবং রাস্তা পারাপার সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।

পুলিশ কমিশনার বলেন, রাস্তা পারাপারে জেব্রাক্রসিং ব্যবহার, মোবাইলের হেডফোন কানে দিয়ে রাস্তা পার না হওয়া, নির্দিষ্ট স্থান ছাড়া গাড়ি পার্কিং না করা ও রাস্তার মোড়গুলোতে বাম লেন ব্লক না করা, অযথা হর্ন বাজানো থেকে বিরত থাকা, অতিরিক্ত গতিতে মোটরসাইকেল না চালানো, বাইকে দুইজনের বেশি আরোহনের মতো বেআইনি আচরণ না করার সবাইকে সচেতন করেন।

এ সময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-সেবা-সহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this post

PinIt
scroll to top