চিতলমারীতে শিক্ষকদের সাথে শেরে বাংলা কলেজ পরিচালনা পরিষদের মতবিনিময় সভা

IMG-20241103-WA0013.jpg

চিতলমারী প্রতিনিধিঃ প্রদীপ মন্ডল
বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজের শিক্ষকদের সাথে নবগঠিত পরিচালনা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ নভেম্বর) দুপুর ২ টায় কলেজ শিক্ষক মিলনায়তনে এ মতমিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান কাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এ্যাডভোকেট শেখ ফজলুল হক।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মঈনুদ্দীন শেখ, আক্কাজ আলী, চন্দ্র শেখর মিস্ত্রী, শ্রীনিবাস মন্ডল, খায়রুল ইসলাম, হুমায়ুন কবির প্রিন্স, আমানত আলী ফকির, প্রভাষক বিজয়া রায় চৌধুরী, শেখ আল মাসুম, হারুন অর রশীদ রানা প্রমুখ। সভায় কলেজে শিক্ষার সার্বিক মানোন্নয়ন, নবীন বরণ অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ করণসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

Share this post

PinIt
scroll to top