কয়রায় ধানক্ষেতে ইঁদুর মারার অবৈধ বৈদ্যুতিক তারে পিস্ট হয়ে ১ জনের মৃত্যু

.jpg

কয়রা প্রতিনিধিঃ অরবিন্দ কুমার মণ্ডল
খুলনার কয়রার মহারাজপুরের বিলের ধানক্ষেতে ইঁদুর মারার অবৈধ বৈদ্যুতিক তারে পিস্ট হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।

৩ অক্টোবর রবিবার ভোর ৫টার দিকে কয়রার দক্ষিণ মহারাজপুর বিলের ধানক্ষেত থেকে সুজন গাজী (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে মহারাজপুর গ্রামের আরশাদ আলী গাজীর পুত্র। ঐ গ্রামের তারিকুল ইসলাম শিলনের ধানক্ষেতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নিহত সুজন গাজী প্রতিদিনের ন্যায় ঘেরের মাছ ধরা আটন ঝেড়ে যাচ্ছিল ‌। এ সময় পার্শ্ববর্তী তারিকুল ইসলাম শিলনের ধান ক্ষেতে ইঁদুর মারার বিদ্যুতিক তারের ফাঁদের স্পর্শে তার মৃত্যু হয়। পরবর্তীতে নিহতের ভাই রফিকুল ইসলাম ঘেরে যাওয়ার সময় তার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে কয়রা থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

স্থানীয়দের অভিযোগ, মাঠ পর্যায়ে উপ সহকারী কৃষি কর্মকর্তাদের তদরকি না থাকার কারণে কিছু অসাধু কৃষকরা ইঁদুর মারতে চুরি করে অবৈধভাবে বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখছেন।

কয়রা থানার ওসি তদন্ত শাহ আলম বলেন, বিষয়টি জানার পর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top