কয়রা প্রতিনিধিঃ অরবিন্দ কুমার মণ্ডল
সাতক্ষীরার তালায় মটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোঃ মহাসিন গাজী (৪৮) ও সাইদুর রহমান (৩৮) নামে ২ জন নিহত হয়েছেন। নিহত মহাসিন গাজী খুলনার কয়রা উপজেলার চরামুখা গ্রামের ফজলু গাজীর মেজো ছেলে। তিনি ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক ছিলেন এবং সাইদুর রহমান একই গ্রামের তোরাব আলী গাজীর একমাত্র ছেলে। তিনিও ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক ছিলেন। আহত জুলফিকার আলী (৪২) একই উপজেলার জোড়শিং গ্রামের লোকমান গাজীর ছেলে।
৩০ অক্টোবর বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাইকগাছা-খুলনা সড়কে উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে।
তালা থানার এস আই মোঃ আব্দুল্লাহিল আরিফ জানান, নিহত ও আহত ব্যক্তিরা খুলনা থেকে কয়রায় যাওয়ার পথে জাতপুর এলাকায় পিকআপ ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল চালক মহাসিন গাজী ঘটনাস্থলে মারা যান।এসময় মোটরসাইকেল আরোহী সাইদুর ও জুলফিকার গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় তালা ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করেন। আহতদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মোজাফফর হোসেন বলেন, মহাসিন গাজী ঘটনাস্থলে মারা গেলেও সাইদুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতদের মরদেহ তাদের গ্রামের নিজ বাড়ীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আহত জুলফিকার আলী চিকিৎসারত অবস্থায় আগের থেকে সুস্থ্য আছে।