জিলানীর উপর হামলা ও দিদার হত্যার আসামীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

20241031_161059-scaled.jpg

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর উপর হামলা ও দিদার হত্যার আসামীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় কোটালীপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিলটি উপজেলা শিল্পকলা একাডেমির চত্বর থেকে শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান, কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক অনামিকা, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ বক্তব্য রাখেন।

সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জের সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে তার গাড়িবহরটি পৌছালে পূর্বে থেকে ওৎ পেতে থাকা একদল স্শস্ত্র মানুষ গাড়ির গতি রোধ করে ভাংচুর চালায়। ভাংচুর করা হয় জিলানীর গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি। এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক দলের সভাপতি এস এম জিলানী, তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না ও তাদের সন্তানসহ বিএনপি’র কমপক্ষে অর্ধশত নেতাকর্মীকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে হামলাকারীরা। হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহত হয়েছেন। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাথে সাথে অনতিবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

বিক্ষোভ মিছিল ও সমাবেশের সার্বিক সহোযোগিতা করেন উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল সহ সকল নেতা কর্মী ও সকল সমর্থক।

Share this post

PinIt
scroll to top