দেবহাটা প্রতিনিধি:
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার আইন শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সঞ্চলনায় বক্তব্য দেন দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ, সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জি, উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য জিয়াউর রহমান জিয়া, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী রেবেকা সুলতানা প্রমুখ।
উপস্থিত ছিলেন কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডল, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান মোনায়েম হোসেন, সরকারি দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিত বোস্তামি উজ্জল, যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপি, উপজেলা জামায়াতের কর্মপরিষদের অন্যতম সদস্য ইসরাইল আশেকী মাকফুর, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সদস্যরা।
সভায় মাদক, সন্ত্রাস, চিংড়িতে পুষ, খাদ্যে ভেজাল মেশানো সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে। সেই সাথে খলিশাখালিতে ভূমিহীন নামধারী সন্ত্রাসীরা ব্যক্তি মালিকানা জমি দখল করে মাছ লুট করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা চলছে। এবিষয়ে দ্রæত অপরাধীদের গ্রেফতারের দাবি জানানো হয়। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা পরিষদের উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।