কলকাতা প্রতিনিধিঃ সমরেশ রায় ও শম্পা দাস
আজ ২৫ শে অক্টোবর শুক্রবার, পশ্চিম মেদিনীপুর জেলার, ঘূর্ণিঝড় ডানার প্রভাব পড়ার পরিপ্রেক্ষিতে , মেদিনীপুরের প্রার্থী সুজয় হাজরা সহায়তায় ঘূর্ণিঝড় ডানার জন্য, কন্ট্রোল রুম খুললেন।
মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা, মেদিনীপুর টাউনের ২২ নম্বর ওয়ার্ডে তার বাসভবন একটি কন্ট্রোল রুম তৈরি করে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য দ্রুত পদক্ষেপ নিয়েছেন।
শুক্রবার সকাল থেকেই সুজয় বাবু নিজেই কন্ট্রোল রুমে প্রয়োজনীয় উদ্ধার কার্য ও ত্রাণ কার্য পাঠানোর কাজে সহায়তা করেছেন, এই উদ্যোগের লক্ষ্য ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা প্রদান করা।
কার্যকরী যোগাযোগ স্থাপন এবং দ্রুত প্রতিকারের জন্য, সব ব্যবস্থা করা হয়েছে এই কন্ট্রোলরুমে , যা জনসাধারণের জন্য খুলে রাখা হয়েছে, প্রয়োজনীয় সহতার জন্য মানুষজন ৯৭৩৩৯১৩৯৯৪ নম্বরে ফোন করতে ও সমস্যার কথা জানাতে পারবেন। এলাকায় তিনি তার সক্রিয় ভূমিকার জন্য পরিচিত, বাসিন্দাররা এই দুর্যোগের সময় যে কোন সহায়তার জন্য কন্ট্রোল রুমের যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।
সুজয় হাজরা।
তিনি বলেন আমরা অগ্রাধিকার দিচ্ছি, ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তদের সব প্রয়োজন পূরণ করার কাজে আমাদের দল সহায়তা প্রদান করতে প্রস্তুত এবং নিশ্চিত করছি, যাতে কেউ প্রয়োজনে জিনিস পেতে বঞ্চিত না হন , এই উদ্যোগটি এলাকার বাসিন্দাদের প্রতি সুজয় বাবু নিবেদিত প্রাণকে তুলে ধরেছে, তার নেতৃত্বে এলাকায় ঘূর্ণিঝড়ের পরে সব স্বাভাবিক করার কাজ চলছে বলে জানান।