পূর্ব মেদিনীপুর জেলা ঘূর্ণিঝড় দানার ঝাপটা থেকে বাঁচলো

20241025_212939-scaled.jpg

কলকাতা প্রতিনিধিঃ সমরেশ রায় ও শম্পা দাস

আজ ২৫ শে অক্টোবর শুক্রবার, আগামীকাল রাত থেকেই আস্তে আস্তে সমুদ্র উপকুল দীঘা উত্তাল, সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে পারের মধ্যে, অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি সমুদ্র উত্তাল হয়ে উঠেছে, তার মধ্যে মুষলধারে বৃষ্টি ও ঝোরো হাওয়া।

কিন্তু ঘূর্ণিঝড় দানার ঝাপটা থেকে পূর্ব মেদিনীপুর জেলার মানুষেরা রেহাই পেল, কালো অন্ধকার করে বৃষ্টি ও সমুদ্রের ঢেউ উত্তাল হলেও ,ঘূর্ণিঝড় দানার ঝাপটা পড়েনি পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে পাশাপাশি গ্রাম ও অন্যান্য শহরে । তবুও সকলকে নিরাপদে থাকার নির্দেশ জারি ছিল, টহল চলছে প্রশাসনিক তরফ থেকে। মোতায়েন রাখা হয়েছিল দীঘা সমুদ্র উপকূলে উপকূল রক্ষী বাহিনীকে।

পড়শী রাজ্য উড়িষ্যার ভিতরকণিকা ,বালেশ্বর ভদ্রক সহ সামগ্রিক এলাকার ল্যান্ডফল হলো ঘূর্ণিঝড় দানার , পর্যটকদের সৈকত উপকূলে আসতে দেওয়া হচ্ছে না, গত রাত্রি দুটো 30 মিনিটের পর হাওয়া তীব্রতা দেখা যায়, সমুদ্র ফুলে ফেঁপে ওঠে।

সারাদিন ধরে চলছে, বৃষ্টি ও ঝড়ো হওয়া সমস্ত এলাকায়, রাস্তাঘাট প্রায় শুনশান, এমন কি দিঘার পাশাপাশি দোকানপাট সমস্ত বন্ধ, কেউ রাস্তার বাইরে বেরোননি। বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেল দেশবাসী।

তবে অনুমান বৃষ্টি ও ঝড়ো হওয়া থাকতে পারে রাতভোর, কিছুটা ক্ষতি হয়েছে মেদনীপুর জেলার পাঁশকুড়া অঞ্চলে, প্রচন্ড বৃষ্টির ফলে ও ঝড়ো হাওয়াতে ফুল চাষীদের মাথায় হাত, পুজোর মৌসুমে সমস্ত ফুল নষ্ট হয়ে গেছে চাষীদের।

Share this post

PinIt
scroll to top