বেনাপোল দিয়ে ৩দিন আমদানি রপ্তানি বন্ধ পেট্টাপোল আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

20241024_213409-scaled.jpg

বেনাপোল প্রতিনিধিঃ
ভারতের ২৪ পরগনা জেলার বনগাঁ থানার পেট্রোপোল বন্দরে নতুন প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন উপলক্ষে ভারত ও বাংলাদেশের মধ্যে ৩দিন আমদানি রফতানি বন্ধ থাকবে।
আগামী ২৭ অক্টোবর ২০২৪ তারিখে উদ্বোধন করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেট্রাপোল আসছেন ।উদ্বোধন কে কেন্দ্র করে ভারত সীমান্তে কঠোর নজরদারী করেছেন বিএসএফ।

বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান,আগামী ২৫ অক্টোবর সাপ্তাহিক নিয়মিত ছুটি সহ ২৬ অক্টোবর হতে ২৭ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত ৩ দিন বেনাপোল স্থল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।আগামী ২৮ অক্টোবর ২০২৪ তারিখ থেকে আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক ওমর ফারুক মজুমদার জানান,৩দিন আমদানি রফতানি বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

Share this post

PinIt
scroll to top