দেশের তথ্য ডেস্কঃ
২২ অক্টোবর সকালে খুলনা সদর থানাধীন ফরেস্ট অফিসের সামনে বিপদগামী ৩ শিশুকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়।
জিজ্ঞাসাবাদে তাদের নাম ঠিকানা (১) আশরাফা জাহান স্বপ্না (১২), (২) স্বর্না খাতুন (১০) উভয় পিতা-মোল্লা হাসান শামীম, মাতা-রিনু বেগম, সাং-নেবুদিয়া এবং (৩) সাদিয়া খাতুন (১২), পিতা-শান্টু তালুকদার, মাতা-শাহিদা খাতুন, সাং-জুনারী, উভয় থানা-তেরখাদা, জেলা-খুলনা বলে জানা যায়। খুলনা সদর থানা পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে জানায় যে, তারা নেবুদিয়া পঞ্চপল্লী আতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।
কয়েকদিন যাবত মোবাইলে বিটিএস দেখে আকৃষ্ট হয়ে প্রলোভনে পড়ে স্কুলে যাওয়ার নাম করে কোরিয়া যাওয়ার জন্য সেখানে গিয়েছে। পুলিশ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। অতঃপর জেলা সমাজসেবা অফিসারের উপস্থিতিতে তাদেরকে স্ব-স্ব পরিবারের নিকট হস্তান্তর করা হয়।