কলকাতা প্রতিনিধিঃ সমরেশ রায় ও শম্পা দাস
আজ ২০শে অক্টোবর রবিবার, পূর্ব মেদিনীপুর জেলার, বিজেপির তমলুক সংগঠনিক জেলার উদ্যোগে , দ্বাড়িবেড়িয়াতে বিজয়া সম্মোলনী অনুষ্ঠান করলেন। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হোন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য বলছেন, জুনিয়র ডাক্তারও হুমকি দিচ্ছেন , যে মঙ্গলবার থেকে পেন ডাউন করবেন, এই হুমকি দেওয়ার মানে কি? এই হুমকি দেওয়ার মানে হচ্ছে আমাদের আবদার মানা না হলে, আমরা মানুষ মারা শুরু করব, কারন চিকিৎসা বন্ধ রাখা মানে তো মানুষ মারা, এই নিয়েও মন্তব্য শুভেন্দু অধিকারীর।
গতকাল কালনায় তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চে দাঁড়িয়ে কালনার বিধায়ক বিচার ব্যবস্থার একাংশ মুখ্যমন্ত্রী বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তোলেন, এমনকি বিচারপতিদের একাংশকে বিজেপি লোক বলে কটাক্ষ করেন, তিনি এই নিয়েও মন্তব্য শুভেন্দু অধিকারীর।
কুনাল ঘোষ সরাসরি ডাক্তারদের আক্রমণ করেছেন, কারা ওষুধ কোম্পানির টাকা খেয়ে প্রেসক্রিপশনে দামী ওষুধ লিখে, ওষুধ কোম্পানীর পয়সায় বিদেশ ভ্রমণ করছেন, জেলা হাসপাতালকে ফেলে রেখে কলকাতায় বা নার্সিংহোমে প্রাইভেট প্র্যাকটিস করছেন তাদের নাম নোট করে রাখুন, সেই লিস্ট প্রশাসনের কাছে পাঠানো হবে, নন্দীগ্রামে তৃণমূলের বিজয় সম্মেলনের মঞ্চ থেকে ডাক্তারদের নিশানা করলেন কুনাল ঘোষ। বললেন এই দু নৌকায় পা দেওয়া মুখোশ পরা ডাক্তারদের চিনে রাখুন, এই নিয়েও মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী।
তিনি বলেন ডাক্তাররা ন্যায্য দাবী নিয়ে আন্দোলন করছে, অনশন চালিয়ে যাচ্ছে, আজ সাধারণ মানুষ পথে নেমেছে ডাক্তারদের পাশে আছে, সবাই দোষীদের বিচার চাই, শাস্তি চাই, এবং ডাক্তাররা দাবী নিয়ে আন্দোলন করছে।