৭৫ তম বর্ষে পদার্পণ করল দমদম আর এন গুহ অধিবাসীবৃন্দের বড় মায়ের খুঁটিপুজো

20241018_231510-scaled.jpg

কলকাতা প্রতিনিধিঃ সমরেশ রায় ও শম্পা দাস

১৮ই অক্টোবর শুক্রবার, দমদম আর এন গুহ অধিবাসীবৃন্দের বড় মায়ের খুঁটি পূজার শুভ সূচনা হলো , এবারে তারা ৭৫ তম বর্ষে পদার্পণ করল। বড় মা ২২ ফুট উচ্চতায় তৈরি হয়।

প্রতিমাটি যে মৃত শিল্পী তৈরি করেন, তিনটিকে প্রতিমা তৈরি হয় শেষ দিন পর্যন্ত তিনি নিরামিষ খান, যতদিন না প্রতিমা তৈরি শেষ হচ্ছে, আপনি কোন রকম মাছ মাংস ছয়েন না। শুধু তাই নয় প্রতিমা তৈরি সময় তিনি নতুন বস্ত্র পড়েন,

এই কালীপুজো দেখতে, দূরদূরান্ত থেকে ভক্তরা ভীড় জমান, এই বড় মায়ের পূজা খুব নিষ্ঠা ভরে করতে হয় অধিবাসীবৃন্দদের, এতটাই জাগ্রত যে , দূরান্ত থেকে ভক্তরা মানত করে থাকেন এবং বছরে এই দিনটিতে মানত শোধ করেন, ক্লাবের কর্মকর্তারা এমনটাই জানালেন।

আচার রীতি নীতি মেনে ৭৫ তম বর্ষের খুঁটি পুজো দিয়ে শুরু হল প্রতিমা তৈরীর কাজ, এবং পুরোহিত মহাশয়ের মন্ত্র উচ্চারণে, মায়ের পূজা পাঠ শেষ করেন।

Share this post

PinIt
scroll to top