গোপালগঞ্জ প্রতিনিধিঃ
অনৈতিক কর্মেকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গোপালগঞ্জ জেলার কোটালী পাড়ার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক লক্ষ্মী সরকার সহ তিন জনকে আটক করেছে পুলিশ।
বিকেলে কোটালীপাড়ার তাড়াশী গ্রাম থেকে দুইজন নারী ও একজন পুরুষ সহ তাকে আটক করা হয়।
আটককৃতরা হলেন – তৃষ্ণা (২৫), সুমি বেগম (২৮), ও মহাসিন উদ্দিন খান।
স্থানীয়দের অভিযোগ লক্ষ্মী সরকার তাড়াশী গ্রামের একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছিলেন।
পুলিশ জানায় এলাকা বাসীর অভিযোগের ভিত্তিতে লক্ষ্মীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।