কয়রায় হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকি প্রতিকার চেয়ে থানায় জিডি

20241014_211321-scaled.jpg

কয়রা প্রতিনিধিঃ অরবিন্দ কুমার মণ্ডল
কয়রায় আলোচিত শিক্ষক রেজাউল হত্যা মামলা তুলে নিতে বাদীকে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার চেয়ে মামলার বাদী নিহত শিক্ষক রেজাউলের কন্যা ফারজানা আক্তার কয়রা থানায় সাধারণ ডায়েরী করেছে। যার নং-৪২১ তাং-১০-১০-২৪ ইং।

সাধারণ ডায়েরীর বিবরণে জানা গেছে, ফারজানা আক্তারের পিতাকে গত ৫ আগস্ট বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করে একই এলাকার দুবৃত্তরা । এরপর চিকিৎসাধীন অবস্থায় গত ৯ আগস্ট খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন তিনি। এ ব্যাপারে শিক্ষক রেজাউল করিমের কন্যা ফারজানা আক্তার বাদী হয়ে গত ১৬ আগস্ট ৭ জনকে আসামী করে কয়রা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-৪। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

এমতাবস্থায় মামলার আসামী মেহেদী হাসান লিটন, সোহরাব মোল্যা, রুহুল আমিন, সেলিম, ইমদাদুল হক মোল্যা সহ আরও অনেকেই গত ৮ অক্টোবর সন্ধায় মামলার বাদী ফারজানা আক্তারের বসতবাড়ির সামনে এসে মামলা তুলে নিতে তাকে প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে।

এমনকি অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা। এ ছাড়া মামলায় স্বাক্ষী দিলে স্বাক্ষীদের ক্ষতি হবে বলে শ্বাশিয়ে যায়। সেই থেকে মামলার বাদী সহ স্বাক্ষীরা আতংকে দিন কাটাচ্ছে। যার প্রেক্ষিতে মামলার বাদী জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরী করেছে।

কয়রা থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) মোঃ শাহ আলম বলেন, সাধারণ ডায়েরির ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this post

PinIt
scroll to top