বেনাপোল আইসিপি বিজিবির অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার

20241009_163941-scaled.jpg

বেনাপোল প্রতিনিধিঃ মিলন হোসেন বেনাপোল
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা বুধবার রাতে বড়আঁচড়া পাকা রাস্তার পাশে একটি বাশ বাগান থেকে ৪৭৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বাশ বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিল এর চালান টি উদ্ধার করা হয়।এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি তারা।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান.গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে সীমান্তবর্তী বড়আঁচড়া গ্রামের একটি বাশ বাগানে জড়ো করেছে।
এমন সংবাদে অধিনায়কের নির্দেশে আইসিপি ক্যাম্পের সুবেদার মোঃ মামুন শিকদার,হাবিলদার মোঃ রিয়াজুল ইসলাম,নায়েক মোঃ আবুল বাশার সহ বিজিবির একটি টিম সেখানে অভিযান চালিয়ে ৪৭৩ বোতল ভারতীয় ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
অধিনায়ক আরো বলেন মাদক পাচারকারীরা শারদীয় দুর্গাপূজা সামনে রেখে মাদক পাচারের চেষ্টা করছে বিজিবি কখনো সেই সুযোগ দেবেন না।
তিনি আরো বলেন মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তিশালী হোক না কেনো তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।

Share this post

PinIt
scroll to top