কলকাতা প্রতিনিধিঃ সমরেশ রায় ও শম্পা দাস
আজ ৭ ই অক্টোবর, গাঙ্গুলী পরিবারের পুজো মানেই , সৌরভ গাঙ্গুলীর পরিবারের পুজো বড়িশা প্লেয়ার্স কর্নার, দেখতে দেখতে এবারে ৫২ তম বর্ষে পদার্পণ করল, এবারের ভাবনা নয়.. নকশাকল্প ।
সুন্দর একটি ভাবনার মধ্য দিয়ে তারা মন্ডপটি সাজিয়ে তুলেছেন।
প্রধান পৃষ্ঠপোষক, ক্রিকেটের জগতে বিশ্বে পরিচিত, সৌরভ গাঙ্গুলী, সহ-সভাপতি শক্তি প্রসাদ গাঙ্গুলী ও শ্রী স্নেহাশীষ গাঙ্গুলী, যুগ্ম সম্পাদক শ্রী শুভদীপ গাঙ্গুলী ও শুভম মিত্র, সভাপতি শ্রী দেবীদাস গাঙ্গুলী, সম্পাদক শ্রী শুভ্রাশীষ গাঙ্গুলী ও শ্রীমতি জুঁই গাঙ্গুলী, কোষাধক্ষ্য সেই সপ্তর্ষি চক্রবর্তী, প্রধান উপদেষ্টা শ্রী দেবাশীষ গাঙ্গুলী।, শ্রী অনিল পাল ও শ্রী কালীপদ দাস, সংস্কৃতিক সম্পাদক শ্রী অনুপম দত্ত।
সৌরভ গাঙ্গুলীর পূজা মানেই, গাঙ্গুলী পরিবারের একটা আলাদা আকর্ষণ, যেখানে এই পাঁচ দিন সবাই মিলে হইহুল্লোড়, নাচ-গান, আনন্দ উল্লাস, সপরিবারে আড্ডা, বাদ থাকে না কেউ, তার সাথে সাথে দেবীর নিষ্ঠাভরে পূজো আরতি, ছোটো থেকে বড় গাঙ্গুলী পরিবারের সবাই মতে উঠে আনন্দে,
দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভীড় জমায় , বড়িশা প্লেয়ার্স কর্নারে অর্থাৎ সৌরভ গাঙ্গুলী পুজোতে,
তাই পঞ্চমীর দিনে সেজে উঠেছে পূজো মণ্ডপ ও প্রতিমা। সারা মন্ডপ সুন্দর নকশী কাজে সজ্জিত। শুধু তাই নয় মন্ডপে ঢোকার আগে, সারা এলাকায় হাতের নকশী কাজ এবং সারিবদ্ধ প্রদীপের আলোর শিখা, তার সাথে সাথে একদিকে যেমন দর্শনার্থীদের আনাগোনা, অন্যদিকে গাঙ্গুলী পরিবারের লোকজনদের আনাগোনা।
এই কটা দিন দাদাকে দেখার জন্য ভীড় জমাবে দর্শনার্থীরা। সঙ্গে থাকবে ডোনা গাঙ্গুলী ও মেয়ে। তাই সবসময় গাঙ্গুলী পরিবারের সামনে পুলিশি মোতায়ন চোখে পড়ছে। ঘনঘন অফিসারদের টহল।