খুলনায় সার্ভারদের কর্ম বিরতি

20241007_154801-scaled.jpg

দেশের তথ্য ডেস্কঃ
সরকারি সার্ভেয়ারদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমাধারী সার্ভেয়াররা। দাবি আদায় না হলে আগামী ৬ অক্টোবর থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন তারা।

তারই অংশ হিসেবে খুলনা জেলা প্রশাসক এর কার্যালায়ের সামনে
এ কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদ,খুলনা।

এসময় বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মো: ইসমাইল হোসেন, বিভাগীয় সভাপতি মো: মোখলেচুর রহমান, সাধারন সম্পাদক মো: মোতালেব হোসেন, বাংলাদেশ কানুনগো কল্যান সমিতির সহ- সভাপতি মো: জাকির হোসেন মৃধা, ১১-২০ গ্রেডের কর্মচারী স্বমন্বয় পরিষদ খুলনার সভাপতি, মো: শাহিনুর ইসলাম, বাকাসস, খুলনার, সভাপতি খান আনিছুজ্জামান ও ১৬-২০ গ্রেডের কর্মচারী স্বমন্বয় পরিষদ খুলনার সাধারন সম্পাদক, মো: আব্দুস সবুর শেখ ও খুলনা জেলার সকল দপ্তরের সার্ভেয়ারবৃন্দ।

Share this post

PinIt
scroll to top