সারাদেশে সংখ্যালঘুদের ৮ দফা দাবীতে খুলনায় বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

-1.jpg

দেশের তথ্য ডেস্ক্ঃ
সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলা, ঘরবাড়ি ভাংচুর—লুটপাট ও দখল এবং মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৮ দফা দাবীতে খুলনায় বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে হিন্দু—বৌদ্ধ—খ্রীষ্টান ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বিক্ষোভ মিছিলটি নগরীর গোলকমনি র্পাক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের র্কাযালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন খুলনা মহানগর হিন্দু—বৌদ্ধ—খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষ, সাধারণ সম্পাদক গোপাল সাহা।

এ সময় নেতৃবৃন্দ বলেন, গত ৫আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে সনাতন র্ধমাবলম্বীসহ সংখ্যালগুদের উপর সহিংস হামলা, ঘরবাড়িতে ভাংচুর—লুটপাট, দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে ব্যাপকহারে চাঁদা দাবী করা হচ্ছে। একই সাথে আসন্ন সনাতন র্ধমাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুগার্পূজা বন্দের হুমকি ও বিভিন্ন এলাকায় চাঁদা দাবী করে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। যে কারনে দেশের অনেক এলাকায় দুগার্পূজা বন্ধ রাখা হয়েছে।

সবাই ভয়ভীতির মধ্যে দিন কাটাচ্ছে। এ অবস্থার অবসান ও সনাতন র্ধমাবলম্বীসহ সংখ্যালঘুদের নিরাপত্তা ও অবাধ র্ধম পালনের সুযোগ তৈরীর আহবান জানানো হয়। পরে জেলা প্রশাসক মো: সাইফুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহন করে জেলা প্রশাসক বলেন, তিনি প্রধান উপদেষ্টার দপ্তরে প্রেরণ করবেন। একই সাথে খুলনায় কোথাও যেন কোনরূপ সহিংসতা না ঘটে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস প্রদান করেন।

এ সময় সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষ, সাধারণ সম্পাদক গোপাল সাহা, যুগ্মসম্পাদক বিশ্বজিত দে মিঠু, সুজিত কুমার সাহা, সমর কুন্ডু, শ্যামল হালদারসহ হিন্দু—বৌদ্ধ—খ্রীষ্টান ঐক্য পরিষদের মহানগর ও থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this post

PinIt
scroll to top