দেশের তথ্য ডেস্কঃ
আজ ০৬ অক্টোবর ২০২৪ খ্রিঃ কেএমপি হেডকোয়ার্টাসে পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার মহোদয়ের সভাপতিত্বে খুলনা মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেএমপি’র পুলিশ কমিশনার মহোদয় অপরাধ পর্যালোচনা সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করে কি না, তা কঠোরভাবে নজরদারি করতে নির্দেশনা দেন। নগরীর ফৌজদারি আপরাধ সংঘটন ও অনাকাঙ্খিত পরিস্থিতি প্রতিহত করতে তথ্য-প্রযুক্তির ব্যবহার করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট অফিসারদেরকে নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও, খুলনা মহানগরীর জঙ্গী ও সন্ত্রাস, মাদক, মানব পাচার, চাঁদাবাজি প্রতিহত সহ হত্যা, ডাকাতি, দস্যুতা, গণধর্ষণ, অপহরণ এবং গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলাসমূহের নিবিড়ভাবে তদন্ত করতে সভায় উপস্থিত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা প্রদান করেন। খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষার্থে ও পেশাগত দায়িত্ব পালনের পুলিশ অফিসার ও ফোর্সকে নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করেন।
অপরাধ সভায় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মোহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) জনাব মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মোল্লা জাহাঙ্গীর হোসেন-সহ ঊর্ধ্বতন পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।