দেবহাটা প্রতিনিধি:
সারাদেশের ন্যায় দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে একটি র্যালী উপজেলা চত্বর থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সমাবেত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন সখিপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুল ইসলাম, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের উপাধ্যক্ষ রামপ্রসাদ ঘোষ, সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, চন্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল্লাহ আল তারিক, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা সহকারী শিক্ষক সমিতির আহŸায়ক গোলাম ফারুক, সদস্য সচিব ও নারিকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন গাজী সহ সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীগন।
আলোচনা সভায় শিক্ষক দিবসের গুরুত্ব এবং শিক্ষকের দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া বিদ্যালয়গুলোতে শিক্ষকদের সময় মত উপস্থিতি এবং দায়িত্বের সাথে পাঠদানের অনুরোধ জানানো হয়।