কয়রায় জাতীয় কন্যা শিশু দিবস পালন

20241003_200426-scaled.jpg

কয়রা প্রতিনিধিঃ অরবিন্দ কুমার মণ্ডল
কয়রায় জাতীয় কন্যা শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ পালন উপলক্ষে আলোচনা সভা ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৩ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১ টায় কয়রা শাকবাড়ীয়া স্কুল এন্ড কলেজে পরিত্রাণ ওয়াই মুভস প্রকল্পের সহযোগীতায় এই দিবসটি পালন করা হয়। কয়রা উপজেলা এনসিটিএফের সভাপতি শিউলি মুন্ডার সভাপতিত্বে ও শিক্ষক অরবিন্দ কুমার মণ্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা শিশু অধিকার সুরক্ষা কোয়ালিশনের সভাপতি (অবঃ) অধ্যাপক আ,ব,ম আঃ মালেক, কয়রা শাকবাড়ীয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক মনোরঞ্জন গায়েন, প্রান কৃষ্ণ মণ্ডল, শ্রাবন্তী অধিকারী, কৃষ্ণা দাস, শাহরিয়ার কাজল, পরিত্রাণের প্রজেক্ট অফিসার মোঃ আলাউদ্দিন, এনসিটিএফের সদস্য মিলন মুন্ডা, প্রসেনজিত মুন্ডা, রত্মা মুন্ডা,নমিতা মুন্ডা, পুষ্পিতা মুণ্ডা, অন্তরা মুন্ডা, অর্ক দাস, লোপা সরদার, শাহানা ফেরদৌসী হিয়া প্রমুখ।

আলোচনা শেষে ক্রীড়া অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Share this post

PinIt
scroll to top