সাতক্ষীরা জেলার চাঞ্চল্যকর আপন ভাইয়ের হাতে ভাই হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

.jpg

দেশের তথ্য ডেস্কঃ
ভিকটিম মৃত আব্দুল আজিজ (৫৮) পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন। আসামি-মোঃ আব্দুর রশিদ (৫৬) ও ভিকটিম মৃত আব্দুল আজিজ আপন দুই ভাই। ভিকটিমের সাথে তার ভাই আব্দুল আজিজের কিছুদিন ধরে পৈত্রিক সম্পত্তিতে দোকান করা নিয়ে কথা কাটাকাটি হয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৯-১০-২০২৪ ইং তারিখ আসামী দুপুরের সময় দোকান তৈরির কাজ করতে গেলে ভিকটিম বাধা দিতে গেলে প্রধান আসামী আব্দুর রশিদসহ এজাহার নামীয় অন্যান্য আসামীদের সাথে ভিকটিম এর কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয় । হাতাহাতির একপর্যায়ে ভিকটিম এর আপন ছোট ভাই ভিকটিম এর মাথায় লাঠি দিয়ে বাড়ি মারতে গেলে ভিকটিম মাথা সরিয়ে ফেললে তার বুকে আঘাত লাগে । উক্ত আঘাতের ফলে ভিকটিম ছটফট করতে থাকলে আসামীরা ভয়ে পালিয়ে যায়। ভিকটিম এর ডাকচিৎকারে ভিকটিমের কন্যা আজমুন নাহার ঘটনাস্থলে গিয়ে তার পিতাকে উদ্ধার করে দ্রুত শ্যমনগর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিম আব্দুল আজিজকে মৃত ঘোষনা করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিম এর কন্যা মোছাঃ আজমুন নাহার বাদী হয়ে শ্যামনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

গত ইং ০১ অক্টোবর ২০২৪ তারিখ র‌্যাব-৬, সিপিএসসি, খুলনা এবং র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এর যৌথ অভিযানে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি খুলনা জেলার রূপসা থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ ১৬:০৫ ঘটিকার সময় খুলনা জেলার রূপসা থানাধীন লখপুর ইউনিয়ন এর হাকিম তলা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান আসামী -মোঃ আব্দুর রশিদ (৫৬), পিতা- মৃত অছির উদ্দিন শেখ, সাং- ডুমুরিয়া, থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

Share this post

PinIt
scroll to top