হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করলো কেএমপি

20240930_221214-scaled.jpg

দেশের তথ্য ডেস্কঃ
গত ২৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রি: রাত্র অনুমান ০০.৪০ ঘটিকায় কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানার এস আই সুমন হাওলাদার সাত বছরের একটি হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে হস্তান্তর করেন। ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জ এবং শিশু সুরক্ষা সমাজকর্মী আবুল হাসনাত শিশুটিকে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্য নিয়ে তার পরিবারের খোঁজ করতে থাকেন। শিশুটির পরিবারের খোঁজে কেএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টারের উদ্যোগে নগরীর ময়ূরী ব্রিজ এলাকা, সোনাডাঙ্গা ট্রাক স্ট্যান্ড এবং কাঁচা বাজার এলাকাসহ বিভিন্ন পয়েন্টে মাইকিং করা হয়। তৎপ্রেক্ষিতে জনৈক মহির ভিকটিম সাপোর্ট সেন্টারকে শিশুটির পিতা-মাতার খোঁজ দেন। পরবর্তীতে যোগাযোগ করে জানা যায় শিশু শাওনের পিতার নাম-মৃত: মালেক (সৎ বাবা নাসির উদ্দিন টিপু), মাতা-শারমিন, স্থায়ী ঠিকানা:গ্রাম-৫ নম্বর ওয়ার্ড পলাশপুর, থানা কাউনিয়া, জেলা-বরিশাল; এপি সাং-মুজগুন্নি শেখপাড়া, থানা-খালিশপুর, জেলা-খুলনা। শিশুটির বর্তমান পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই পূর্বক জিডি মূলে ২৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ রাত্র ১০:০০ ঘটিকায় তাকে তার মায়ের নিকট সম্পূর্ণ সুস্থ অবস্থায় হস্তান্তর করা হয়। হারিয়ে যাওয়া শিশু ফিরে পাওয়ায় শাওনের পরিবার খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্থানীয় লোকজন সাধুবাদ জানান।

Share this post

PinIt
scroll to top