মোড়েলগঞ্জে মা বাবার ঋণ কলেজের প্রতিষ্ঠাতা ডাঃ হিরন্ময় হালদারকে সংবর্ধনা প্রদান

20240930_215228-scaled.jpg

চিতলমারী প্রতিনিধিঃ প্রদীপ মন্ডল
বাগেরহাটের মোড়েলগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মা বাবার ঋণ কলেজের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ডাঃ হিরন্ময় হালদার এডহক কমিটির সভাপতি মনোনিত হওয়ায় কলেজ পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২ টায় কলেজ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাকালিন অধ্যক্ষ ও দাতা সদস্য নিহার কান্তি হালদার, বিদ্যোৎসাহী সদস্য শাহ আলম হাওলাদার, শিক্ষক প্রতিনিধি সর্দার মাহমুদ, সহকারী অধ্যাপক বিধান চন্দ্র মণ্ডল, জ্যেষ্ঠ প্রভাষক গৌতম চন্দ্র মণ্ডল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক অশোক কুমার হালদার, সুভাষ চন্দ্র হালদার, কুবের চন্দ্র হালদারসহ কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক অনুপ কুমার বিশ্বাস।

প্রসঙ্গত, ২০০৪ সালে প্রতিষ্ঠান টি এমপিওভুকরণের পর এই প্রথম কলেজের প্রতিষ্ঠাতা এবং সাবেক উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হিরন্ময় হালদার কলেজের সভাপতি মনোনিত হওয়ায় কলেজ পরিবারের সদস্য ও এলাকাবাসিরা সন্তোষ প্রকাশ করেছেন।

Share this post

PinIt
scroll to top