কেএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টার কর্তৃক হারিয়ে যাওয়া শিশু আব্দুল্লাহ (০৭) কে অভিভাবকের নিকট হস্তান্তর

Portal-Pic-Size-Recovered-Recovered.jpg

দেশের তথ্য ডেস্কঃ

গত ২২ সেপ্টেম্বর ২০২৪ খ্রি: রাত্র অনুমান ২৩.০০ ঘটিকায় কেএমপি’র খালিশপুর থানার ডিউটি অফিসার এসআই(নিঃ) মারিয়া খাতুন ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পান যে, খালিশপুর থানাধীন পদ্মা রোডের মাথায় বিআইডিসি মোড়ে একজন শিশু এলোমেলো ভাবে ঘুরে বেড়াচ্ছে। উক্ত সংবাদ থানা এলাকায় টহলরত মোবাইল-৫ এর অফিসার এসআই(নিঃ) মোঃ কামাল উদ্দিনকে অবহিত করলে সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পান, স্থানীয় লোকজন একটি বাচ্চাকে নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু সে কিছু বলতে পারছে না। তখন এসআই(নিঃ) মোঃ কামাল উদ্দিন নারী পুলিশের সহায়তায় স্থানীয় লোকজনের নিকট থেকে শিশুটিকে হেফাজতে গ্রহণ করেন এবং খালিশপুর থানা জিডি নং- ১১৩২, তাং- ২৩/০৯/২০২৪ খ্রি: মূলে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে উক্ত শিশুকে সুরক্ষিত রাখা হয়। অত:পর শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে তার নাম আব্দুল্লাহ, পিতা-মৃত: গিয়াস উদ্দিন সরদার, মাতা-পারুল, সাং- যাত্রাবাড়ী, ঢাকা বলে জানায়। কিন্তু সে তার পরিবারের কারো মোবাইল নম্বর বলতে পারেনা। পরবর্তীতে বিষয়টি প্রবেশন কর্মকর্তাকে জানানো হলে সমাজসেবা অধিদপ্তর থেকে সমাজকর্মী তন্নি এবং সোনিয়া এসে পুনরায় জিজ্ঞাসাবাদ করলে শিশু আব্দুল্লাহ (০৭) জানায় যে, তার বাসা মাদারীপুর (গুচ্ছগ্রাম)। পরবর্তীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের ডিউটি অফিসার এসআই(নিঃ) ডলি সরকার ভিকটিম সাপোর্ট সেন্টারের অফিসার ইনচার্জকে অবগতপূর্বক ভিকটিমকে নিরাপদ হেফাজতে রাখেন। গত ২৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ ভিকটিম সাপোর্ট সেন্টারে ইনচার্জ পুলিশ পরিদর্শক(নি:) মোছাঃ মাহমুদা খাতুন আব্দুল্লাহকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন যে তার গ্রাম-চর ঠেঙ্গামারা, কালিকিনি সরদার বাড়ি, (থানার পিছনে), থানা-কালকিনি (গুচ্ছগ্রাম), জেলা- মাদারীপুর। তখন তিনি কালকিনি থানা ডিউটি অফিসার এসআই(নিঃ) মোঃ গোলাম কিবরিয়ার সঙ্গে যোগাযোগ করে গুচ্ছ গ্রামের সভাপতি মোঃ শাহজাহানকে বিষয়টি জানান। তিনি গত ২৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ সন্ধ্যা ০৬.০০ ঘটিকায় শিশুটির মায়ের যোগাযোগের ব্যবস্থা করেন। শিশুটির মা তৎক্ষণাৎ তার বোনকে সঙ্গে নিয়ে ঢাকা হতে খুলনার উদ্দেশ্যে রওনা করেন। গতকাল রাত ১০.৩০ ঘটিকায় শিশু আব্দুল্লাহ’র মা ও বোন ভিকটিম সাপোর্ট সেন্টার, খুলনায় এসে হাজির হয়। শিশু আব্দুল্লাহ’র বোনের জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই পূর্বক ভিএসসি ইনচার্জ মোছা: মাহমুদা খাতুন, সমাজ সেবা অধিদপ্তর, খুলনার প্রবেশন অফিসার আবিদা আফরিন, সিএমএম কোর্ট খুলনার শিশু সুরক্ষা সমাজকর্মী আবুল হাসনাত এবং নারী কং ৭১৫৩ রত্না আক্তারদের উপস্থিতিতে জিডিমূলে ২৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ, ২৩.৩০ ঘটিকায় তার মায়ের নিকট সম্পূর্ণ সুস্থ অবস্থায় হস্তান্তর করা হয়। শিশু আব্দুল্লাহ উদ্ধার হওয়ায় তার পরিবার খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share this post

PinIt
scroll to top