দাকোপ প্রতিনিধিঃ আজগর হোসেন ছাব্বির
দাকোপ ইউনিয়ন পরিষদ চত্বরে ইভলভ প্রকল্প সি এন আর
এস’র সহযোগীতায় দিন ব্যাপী নানা আয়োজনে কর ও
সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে হেলভেটাস
বাংলাদেশ’র কারিগরি সহায়তায় ২ নং দাকোপ ইউনিয়ন
পরিষদের আয়োজনে সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত কর ও
সেবা মেলায় স্থানীয়রা সারাদিন তাদের কর ও ট্যাক্স প্রদান
করেন। ইউপি সদস্য বিশ্বজিত রায়ের সভাপতিত্বে
অনুষ্ঠিত সেবা মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত
ছিলেন দাকোপ উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা
শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন দাকোপ ইউনিয়ন
পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার সাহা, ইভলভ
প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর তৃপ্তি মন্ডল, পলি দাস,
ফাইন্যান্স অফিসার সাইদুল হক খান প্রমুখ। অনুষ্ঠানে
বিষয় ভিত্তিক নাটক ও পটগান পরিবেশিত হয়।