কেসিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের এক সভা আজ (সোমবার) বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত

20240924_000210-scaled.jpg

দেশের তথ্য ডেস্কঃ

খুলনা সিটি কর্পোরেশনের ”জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি
মোকাবেলায় খুলনা শহরের উন্নয়ন” শীর্ষক প্রকল্পের পরামর্শক
প্রতিনিধি দলের সাথে কেসিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের এক সভা
আজ (সোমবার) বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত
হয়। প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম
সভায় সভাপতিত্ব করেন।
সভায় পরামর্শক প্রতিনিধি দলের পক্ষ থেকে পওয়ার পয়েন্টের মাধ্যমে গৃহীত
প্রকল্প সমূহের জরিপ ও ডিজাইন কার্যক্রমের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখ্য, জার্মান ভিত্তিক দাতা সংস্থা কেএফডবিøউ এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এ প্রকল্পের আওতায় কেডিএ বাইপাস রোড, দৌলতপুর থেকে শহর রক্ষা বাঁধ নির্মাণ, আলুতলা ও লবনচরায় ¯øইচগেট
নির্মাণসহ পাম্প হাউজ স্থাপন, নগরীতে বিদ্যমান ২৩টি পুকুর সংস্কার ও পাড় বাধাই, নিরালা ও বাস্তুহারা খালের পাড় বাঁধাই, রূপসা রিভারভিউ পার্ক নির্মাণ ইত্যাদি গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

সভায় প্রকল্পের সহকারী টীম লিডার ড. ফিটার হেন, প্রজেক্ট ডাইরেক্টর
ক্রিশ্চিয়ান কুকম্যান, কেসিসি’র সচিব (অতি: দায়িত্ব) সানজিদা
বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, তত্ত¡াবধায়ক প্রকৌশলী
(যান্ত্রিক) মোঃ আব্দুল আজিজ, প্রকল্প পরিচালক কেসিসি’র চীফ
প্লানিং অফিসার আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ
মাসুদ করিম, আর্কিটেক্ট রেজবিনা খানম, বাজেট কাম একাউন্টস
অফিসার মোঃ মনিরুজ্জামান, রাজস্ব কর্মকর্তা এস কে এম
তাসাদুজ্জামান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ প্রতিনিধি দলের
অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Share this post

PinIt
scroll to top