দেশের তথ্য ডেস্কঃ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি মাহাবুব হ সুলতান গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এর দায়িত্ব পেলেন আবুল কালাম আজাদ। তিনি ১৮-৯-২৪ইং তারিখে কোটালীপাড়া থানায় অফিসার ইনচার্জের দায়িত্ব পান এর আগে তিনি বগুড়ার শাজাহানপুর থানায় তদন্ত ওসির দায়িত্ব পালন করে এসেছেন।কোটালীপাড়া থানায় দায়িত্ব পালনের পর থেকেই আইনশৃঙ্খলার প্রতি গুরুত্ব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
আজ বিকেল ৫;টায় কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
এ সময় ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন বিভিন্ন থানায় সুনামের সাথে তদন্ত ওসির দায়িত্ব পালন করে এসেছি । কোটালিভা থানায় সর্বপ্রথম অফিসার ইনচার্জের দায়িত্ব পেলাম। আইন-শৃঙ্খলার সঠিকভাবে প্রয়োগ করাই আমার দায়িত্ব কর্তব্য । কোটালীপাড়া থানায় মাদক মুক্ত করা আমার লক্ষ।নিপীড়িত নির্ধারিত মানুষের পাশে থাকা এবং অত্যাচারী ও আইনের বহির্ভূত ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া আমার পেশাগত দায়িত্ব ও কর্তব্য মনে করি।তিনি আরও বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ তাই সর্বপ্রকার তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন।
এ সময় কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এফএম জাহাঙ্গীর হোসেন,উপদেষ্টা কাজী শিব্বির সভাপতি মাহবুব সুলতান, সহ-সভাপতি ফজর আলী শিকদার,সহ-সভাপতি আবুল কালাম সহ-সভাপতি কামরুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক রনি আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক হোসাইন রানাা,দপ্তর সম্পাদক সাবির বিন সুলতান , সদস্য সেলিম আহমেদ উপস্থিত ছিলেন।