দেশের তথ্য ডেস্কঃ
লবণচরা থানার একটি টিম লবণচরা থানাধীন ঠিকরাবাদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইং-২০/০৯/২০২৪ তারিখ সময়ঃ ১৯.৪৫ ঘটিকার সময় কেএমপি, খুলনার লবণচরা থানাধীন জিরোপয়েন্ট হইতে খানজাহান আলী সেতু (রূপসা ব্রীজ) গামী বিশ্বরোড মোড়স্থ মেসার্স গালিব এন্টার প্রাইজ এর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী
১) মোঃ শামীম মোড়ল (৩০), পিতা-মৃত শামসুল মোড়ল, মাতা-ছালেহা বেগম, সাং-আনুলি, একচোরা, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা এর পরিহিত প্যান্টের বাম পকেট হইতে একটি স্বচ্ছ পলিথিনে মোড়ানো ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন (৩০×০.১)=০৩ (তিন) গ্রাম এবং মূল্য অনুমান (৩০×৩০০)=৯,০০০/- (নয় হাজার) টাকা।
২) ফাহিম শেখ (৩০), পিতা-রমজান শেখ, মাতা-পারুল বেগম, সাং-রায়েরমহল, থানা-আড়ংঘাটা, জেলা-খুলনা এর পরিহিত প্যান্টের সামনের ডান পকেট হইতে মাদক বিক্রয়লব্ধ নগদ ৯৪০০/-(নয় হাজার চারশত) টাকা,
৩) শেখ ফয়সাল আহম্মেদ (৩০), পিতা-মৃত শেখ বাবর আলী, মাতা-মমতাজ বেগম, সাং-রায়েরমহল পশ্চিমপাড়া, থানা-আড়ংঘাটা, জেলা-খুলনা এর পরিহিত প্যান্টের পিছনের ডান পকেট হইতে বিভিন্ন সাইজের ০৪ (চার) টুকরা ফয়েল পেপার (ইয়াবা খাওয়ার কাজে ব্যবহৃত) এবং ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহিন ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহীন Apache 4V মোটর সাইকেল, যাহার চেসিস নং- PS637AE73N6C70790, ইঞ্জিন নং-CE7KM2203609,
৪) মোঃ ফাহাদুল ইসলাম @ শিশির (২০), পিতা-রবিউল ইসলাম মিন্টু, মাতা-নাদিরা বেগম, সাং-রায়েরমহল, থানা-আড়ংঘাটা, জেলা-খুলনা এর পরিহিত প্যান্টের পিছনের বাম পকেট হইতে ইয়াবা খাওয়ার কাজে ব্যবহৃত পিতলের মুটকি সহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে লবণচরা থানার মামলা নং-০৩, তারিখ-২০/০৯/২০২৪ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) সারণির ১০(ক)/৪১ রুজু করা হয়েছে।