খুলনাস্থ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দের সঙ্গে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মহোদয়ের মতবিনিময় সভা

20240919_201249-scaled.jpg

দেশের তথ্য ডেস্কঃ

আজ ১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ, ০৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ সকাল ১১.১৫ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার মহোদয় এর সাথে খুলনাস্থ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে উপস্থিত পুলিশ কমিশনার উপস্থিত সাংবাদিকবৃন্দের সাথে সংক্ষিপ্তভাবে পরিচিত হন। পরিচয়পর্ব শেষে সাংবাদিকদের পক্ষ হতে খুলনা শহরে বিদ্যমান আইন শৃঙ্খলা, অবৈধ মাদক কারবারি, কিশোর অপরাধ, অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার, চাঁদাবাজি, মানব পাচার, ট্রাফিক জ্যাম, সম্পত্তি দখল-বেদখল, পুলিশ সদস্যদের মনোবলে ঘাটতি, পুলিশ সদস্যদের পদায়নে দুর্নীতি ইত্যাদি নানা বিষয়ে বক্তব্য তুলে ধরা হয়। পুলিশ কমিশনার মনযোগ সহকারে তাদের বক্তব্য শ্রবণ করে নোট নেন।

নবাগত পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, সাংবাদিকগণ সমাজের দর্পণ। পুলিশের কাজের দুর্বল দিকগুলো মিডিয়ার রিপোর্টে প্রতিফলিত হয়। সাংবাদিকগণ যাতে পুলিশী কার্যক্রমের যে কোন প্রকার অসংগতি এবং আইন-শৃঙ্খলা সম্পর্কিত তথ্য নি:সংকোচে মিডিয়ায় তুলে ধরেন, সেজন্য অনুরোধ করেন। গত ৫ আগষ্ট পরবর্তী প্রেক্ষাপটে পুলিশ এবং সাংবাদিকগণ পারষ্পরিক সহযোগিতার মাধ্যমে খুলনা নগরীকে একটি নিরাপদ জনপদে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আইন শৃঙ্খলা সম্পর্কে সাংবাদিকবৃন্দের উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) জনাব মোছাঃ তাসলিমা খাতুন, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) জনাব এম. এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব শেখ মনিরুজ্জামান মিঠু উপস্থিত ছিলেন। এছাড়াও খুলনা প্রেসক্লাবের অর্ন্তবতীকালীন কমিটির আহবায়ক জনাব এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ শতাধিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this post

PinIt
scroll to top