কয়রায় দুর্নীতি বিরোধী সভা

20240917_211442-scaled.jpg

কয়রা প্রতিনিধিঃ অরবিন্দ কুমার মণ্ডল
গনসচেতনতা সৃষ্টি ও সততা চচার্য় উদ্ধুদ্ধ করার লক্ষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর)  সকাল ১০টায় র‍্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুপ্রোকের সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কমলেশ কুমার মন্ডলের সভাপতিত্বে ও শিক্ষক মেজবাহ উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। এতে আরও  বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির  সাধারণ সম্পাদক আলহাজ ফিরোজ আলম, দুপ্রোকের সাবেক সভাপতি মোল্লা আবু দাউদ, প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুচিত্র কুৃমার মন্ডল প্রমুখ। বক্তারা দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের সততা চচার্র ওপর গুরুত্বারোপ করে বলেন, সমাজে দুর্নীতি প্রতিরোধ করতে হলে সকলকে ঐক্যবন্ধভাবে এগিয়ে আসা ও সততার পরিচয় দিতে হবে। আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুধীজন সহ বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ  হয়।  

Share this post

PinIt
scroll to top