কয়রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী পালন

20240916_200000-1-scaled.jpg

কয়রা প্রতিনিধিঃ অরবিন্দ কুমার মণ্ডল
খুলনার কয়রায় সারা দেশের ন্যায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী পালিত হয়েছে।
এ উপলক্ষে কয়রা মদিনাবাদ সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়, কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বেদকাশী কলেজিয়েট স্কুল, কয়রা শাকবাড়ীয়া স্কুল এন্ড কলেজ, কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়, মঠবাড়ী সেরাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের মত
কয়রা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৬ সেপ্টেম্বর বেলা ১১ টায় বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান সাবেক ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির। এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি সরদার মতিয়ার রহমান, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা জাকারিয়া হুসাইন ও কয়রা ইউনিয়ন জামায়াতের আমির মিজানুর রহমান। আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার, ইউপি সদস্য আবু হাসান, শিক্ষক ইসমাইল হোসেন, আঃ আজিজ, শিক্ষার্থী সোহেল রানা, ইভা আক্তার প্রমুখ। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মোঃ আবুল কাশেম।

Share this post

PinIt
scroll to top