লেক স্কুল ফর গার্লস ও অন্যান্য স্কুলের প্রাক্তনীরা মিছিল করে এসে , গরিয়াহাট মোড়ে, প্রতিবাদী সমাবেশ করলেন।

20240915_232149-scaled.jpg

কলকাতা প্রতিনিধিঃ সমরেশ রায় ও শম্পা দাস

আজ ১৫ ই সেপ্টেম্বর রবিবার, ঠিক বিকেল চারটায়, লেক স্কুল ফর গার্লস এর সাথে অন্যান্য স্কুল প্রাক্তনীরা যোগ দিয়ে পদযাত্রার মধ্য দিয়ে গড়িয়াহাট মোড়ে প্রতিবাদী সমাবেশ করলেন।

এই প্রতিবাদী সমাবেশে, যোগদান যোধপুর গার্লস স্কুল, মিত্র ইন্সটিটিউশন ভবানীপুর, সাউথ সাবার্বান ইস্কুল সহ অন্যান্যরা, প্রায় কয়েকশো প্রাক্তনী ছাত্রী ও ছাত্র এই সমাবেশে যোগদান এবং গড়িয়াহাটে চারটি রাস্তার মোড় মানববন্ধন এর মধ্য দিয়ে ঘিরে ফেলেন, চতুর্দিকে রাস্তা অবরুদ্ধ হয়ে যায় এবং যানবাহন থেকে শুরু করে মানুষ অপেক্ষা করতে থাকেন, এমন কি দেখা যায় যাহারা মার্কেটে কেনাকাটা করতে এসেছিলেন তারা ওই মানববন্ধনে যোগ দেন। সবার মুখে একটাই স্লোগান জাস্টিস ফর আর জি কর, উই ওয়ান্ট জাস্টিস, দোষীদের বিচার চাই শাস্তি চাই।

শুধু স্লোগানি নয়, যাহারা অংশ নিয়েছিলেন, সকলে মোবাইলে লাইট জেলে কেউ কেউ প্রদীপ জেলে, কেউ মোমবাতি জেলে, প্রতিবাদ জানালেন এবং নাচ গান ,আঁকা ও কবিতার মধ্য দিয়ে তুলে ধরলেন বিভিন্ন প্রতিবাদ। এমনকি কাপড়ের মধ্যে প্রত্যেকের হাতের ছাপ তুলে ধরলেন প্রতিবাদের চিহ্ন। তাই নয়, দুর্গা সেজে মেয়েরা দোষীদের বধ করার আহ্বান জানালেন। এটাই হবে দুর্গাপুজোর আনন্দ এবং বিচার। এবারে দুর্গা পুজো আনন্দ না আমার দিদির দোষীদের বিচারই হবে আমাদের আনন্দ । যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে, আমরা এই ভাবেই আন্দোলন করবো সারা বিশ্ব জুড়ে।

বিকেল চারটে দিকে ছটা পর্যন্ত গড়িয়াহাট মোড় স্তব্ধ হয়ে যায়, ‌ কয়েকশো গাড়ি রাস্তার চতুর্দিকে আটকে পড়ে যাত্রীরা আটকে পড়ে কিন্তু কোন ক্ষোভ নাই, কেউ কেউ বলে ওঠেন , উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস ফর আর জি কর, আমার মেয়ের বিচার চাই। দোষীদের সাজা চাই। সবার শেষে জাতীয় সংগীতের মধ্য দিয়ে এই প্রতিবাদী আন্দোলন শেষ করেন।

Share this post

PinIt
scroll to top