কলকাতা প্রতিনিধিঃ সমরেশ রায় ও শম্পা দাস
কলকাতা আজ ১৫ ই সেপ্টেম্বর রবিবার, ঠিক দুপুর তিনটায়, ধর্মতলা ভিক্টোরিয়া হাউস এর সামনে জমায়েত হয়ে, ধর্মতলা থেকে শ্যামবাজার পর্যন্ত বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রাক্তনী ছাত্র-ছাত্রীরা মহামিছিল করলেন।, তাদের দাবি দোষীদের শাস্তি দিতে হবে এবং ধর্ষণ মুক্ত সমাজ গড়তে হবে।
আজ সারা কলকাতা জুড়ে সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাক্তনীরা মহামিছিলে পা মেলা ন, সারাদিন ধরে বৃষ্টি হলেও তাদের কিন্তু প্রতিবাদ থেমে নাই। ভিজে ভিজে কেউ মাথায় ছাতা নিয়ে তারা কিন্তু প্রতিবাদ করলেন, ধর্মতলা থেকে সেন্টাল এ্যভিনিউ ধরে কয়েকশ প্রাক্তনী ছাত্র-ছাত্রী বিভিন্ন স্কুল কলেজের ও বিশ্ববিদ্যালয় পায়ে পা মিলিয়ে শ্যামবাজার পর্যন্ত গেলেন।,
স্লোগানের একটাই বার্তা, উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই, তিলো তোমার বিচার চাই, আমার বোনের বিচার চাই, টালবাহানা নয়, নাটক নয়, দীর্ঘ একমাস কেটে গেল, এখনো দোষীরা শাস্তি পেল না , তাই আমাদের এই মহা মিছিল, যতদিন না দোষীরা শাস্তি পাবে আমাদের আন্দোলন তত বাড়তে থাকবে।
আমরা ভয় পাই না , ভয় করিনা, যারা দোষীদের আড়াল করে রাখছেন, আমরা ছেড়ে কথা বলবো না, যত দেরি হবে আমাদের আন্দোলন তত আরো বাড়বে। সন্দীপ ঘোষের শাস্তি চাই দোষী পুলিশ অফিসারের শাস্তি চাই।
মিছিলে পা মেলান, রাম জয় শীল শিশু পাঠশালা, সেন্ট মার্গারেট স্কুল, হিন্দু স্কুল, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, বেথুন স্কুল, কাশিপুর ইংলিশ স্কুল, লেকটাউন স্কুল, সহ আরো অন্যান্য স্কুল এই মিছিলে পামেলান,
সবার একটাই দাবি আর জি করের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক দোষীদের শাস্তি চাই। বিচার চাই। ঢাকির বাদ্যের তালে তালে তারা এগিয়ে চললেন এবং জানালেন এবারের পূজো হবে বিচার দিয়ে।