বিজেপির ধর্ণা মঞ্চে হাইকোর্টের আইনজীবীদের উপস্থিতিতে ১৬ই আগস্ট পর্যন্ত বসার অনুমতি ঘোষণা করলেন।

WhatsApp-Image-2024-09-05-at-10.12.44-PM-1.jpeg

রিপোর্টার , সমরেস রায় ও শম্পা দাস , কলকাতা

আজ ৫ই‌ আগস্ট বৃহস্পতিবার, একদিকে শিক্ষক দিবস, অন্যদিকে বিজেপি ধর্ণামঞ্চ ষষ্ঠ দিনে পরলো, দোষীদের শাস্তির দাবিতে, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে, বিনীত গোয়েল এর পদত্যাগ এর দাবিতে,‌ অভয়ার ন্যায্য বিচারের দাবিতে।

প্রতিদিন মঞ্চে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার,দিলীপ ঘোষ, ইন্দ্রনীল খান, রুদ্রনীল ঘোষ, তমোঘ্ন ঘোষ, সজল ঘোষ, অর্জুন সিং, তাপস রায় , রাহুল সিনহা থেকে শুরু করে বিভিন্ন জেলার বিধায়ক, সাংসদ, ও সদস্যরা

আজ ধর্ণামঞ্চে উপস্থিত হন হাইকোর্ট থেকে মিছিল করে ১০০ জনেরও বেশি হাইকোর্টের আইনজীবী, তাহারাও এক কন্ঠে ধিক্কার , প্রতিবাদ ও অভয়ার ন্যায্য বিচার চান, দোষীদের সাজা চান, এবং একটি কবিতার মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী কে ভৎসনা করলেন। যে ভাবে আইন‌ সৃংখলা ধংস করে ফেলছে, সাধারণ মানুষ ন্যায্য বিচার পাচ্ছে না, হাজার হাজার অন্যায় ধামা চাপা পড়ে যাচ্ছে, আইনকে কাজে লাগিয়ে হুমকি ধুমকি চলছে, দেশে লুট পাট আর খুন খারাবি বেরে চলছে, সরকারি সমস্ত দপ্তরে চলছে অরাজকতা, একটা কর্তব্যরত মহিলা ডাক্তারকে মেরে ফেলে সমস্ত প্রমাণ লোপাট করে দিলো,‌এবং একটা মা বাবার সন্তান কে মেরে তার দাম দশ লক্ষ্য টাকা দিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা, এটা আমার উচ্চ আদালতের আইনজীবী হয়ে মেনে নিতে পারবো না, তাই আজ সমস্ত মানুষের সাথে আমরাও রাজ পথে, সঠিক বিচার পাক অভয়া, দোষীদের শাস্তি হোক।

আরও জানান মাননীয় মুখ্যমন্ত্রী এতেও খ্যান্ত হননি, জারা অভয়ার বিচারের আশায় ডাক্তার থেকে শুরু করে ছাত্র ছাত্রী রাস্তায় নেমেছে, নবান্ন অভিযান করছে , লালবাজার অভিযান করছে, তাদের কয়েকজনকে গ্ৰেফতার করছে, শুধু তাই নয় , যারা এটা তুলে ধরছেন তাদের নোটিশ পাঠানো হচ্ছে, এই সব আর চলবে না , জনগণ জেগেছে জেনে গেছে আর আমরা উচ্চ আদালতের আইনজীবীরা পাশে আছি, সাংবাদিক বন্ধুদের পাশে আছি, সত্যকে বার করে জনগণের সামনে তুলে ধরতে হবে,

আজ তাই আমরা সকল আইনজীবীদের সহযোগিতায়, যাদের যাদের গ্ৰেফতার করে আটকে রেখে ছিলো সকলকে ছারিয়ে এনেছি, এবং ন্যায্য বিচারের জন্য যে ধর্ণামঞ্চ ২৯ শে আগস্ট থেকে ধর্মতলা মেট্রো চ্যানেলের সামনে চলছিল, আজ পর্যন্ত সেটিও হাইকোর্টের নির্দেশে ১৬ ই সেপ্টেম্বর পর্যন্ত চলার অনুমতি পেলো, ন্যায়ের বিচার চাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, বিনীত গোয়েলের অপসারণ চাই, সারা দেশের মানুষ ন্যায্য বিচার চেয়েছে,

আজকের মঞ্চে উপস্থিত ছিলেন, প্রাক্তন বিধায়ক তাপস রায়, অর্জুন সিং, রাহুল সিনহা, অভিনেত্রী লকেট চ্যাটার্জি, অভিনেত্রী পাপিয়া অধিকারী, তমোগ্ন ঘোষ থেকে শুরু করে বিভিন্ন জেলার বিধায়ক, সাংসদ সভাপতি ও মহিলা মোর্চার সদস্যবৃন্দরা।

সকাল থেকেই মঞ্চের চতুর্দিক ভরে উঠেছিল একটা আলাদা মঞ্চে, গানে কবিতায় বক্তৃতায় এবং ধিক্কারে, পথ চলতি মানুষ দেখার জন্য ও শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, সবাই চায় ন্যায়ের বিচার, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, বিনীত গোয়েলের অপসারণ, নারীদের সুরক্ষা, সকল বক্তব্যের মধ্য দিয়ে একটা কথাই উঠে আসে, অনেক হয়েছে খুন খারাপি লুটপাট, এবার হবে সবার বিচার,

Share this post

PinIt
scroll to top