কয়রায় শহীদি মার্চ পালন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা 

IMG-20240905-WA0005.jpg

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কয়রা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  উদ্যোগে শহীদী মার্চ পালন করা হয়েছে।  

৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় এ  উপলক্ষে রালি শেষে তিনরাস্তার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহসিন আলমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন    সাংবাদিক শরিফুল আলম, আঃ রউফ, গোলাম রব্বানী, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোশাররফ হোসেন রাতুল, শিক্ষার্থী মেহেরাব হোসেন, জাবেদ, রুহান বিনতী রউফ, হৃদী আক্তার, নিশাত প্রমুখ।
 এ সময় সমাবেশে  বক্তারা শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের আশু সুস্থতা কামনা করে তাদের সুচিকিৎসার দাবি জানান।  এ ছাড়া সকল হত্যাকান্ডের বিচার করে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিযে সকল ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সরকারি বেসরকারি সকল অফিস আদালতের কর্মকর্তা কর্মচারিদের কে জনসাধারণের হয়রানি না করার জন্য হুশিয়ারি প্রদান করেন। কয়রার শান্তি শৃংখলা বজায় রাখার ক্ষেত্রে বক্তারা সকলের সহযোগিতা কামনা করেন।

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখ ঃ ০৫/০৯/২৪ ইং।
 

Share this post

PinIt
scroll to top