প্রাচীন ঐতিহাসিক কেন্দ্র রাজনগরে এবারও বেড়া শিল্পীরা বেড়া তৈরীতে ব্যস্ত।

IMG-20240904-WA0006.jpg

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস

আজ ৩রা সেপ্টেম্বর মঙ্গলবার, প্রাচীন ঐতিহাসিক কেন্দ্র রাজনগরে এবারও বেড়া শিল্পীরা বেড়া তৈরীতে ব্যস্ত রয়েছেন, এমন দৃশ্য লক্ষ্য করা যায় রায়নগর থানা সংলগ্ন হাটতলার মোড়ে মালিপাড়ার দশকর্মার দোকানগুলিতে।

মালাকার পদবির বেড়া শিল্পীরা বংশ পরম্পরায় এই বেড়া তৈরি করে আসছেন বলে জানা গিয়েছে। এই প্রথা সুদূর অতীতে রাজনগরের রাজা চালু করেন, আজও এলাকার বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে বাসিন্দারা ভাদ্র মাসে এই বেড়া পরব পালন করে থাকেন,

স্থানীয়দের বক্তব্য এটা প্রচলিত বিশ্বাস , জলের পীর কে তুষ্ট করার জন্য ও বাড়ির ছোট বাচ্চা শিশুদের নদী-জলাশয় পুকুর বা ডবাই যাতে কোনরকম বিপদ না ঘটে সেই ধারণা থেকে এই সামাজিক প্রথা প্রচলন শুরু হয়। যা সেই ধারাবাহিকতা আজও বয়ে নিয়ে চলেছে।

বেরা শিল্পী হিসাবে অর্জুন মালাকার ,তার পুত্র ভোলা, স্বর্গীয় মদন মালাকারের স্ত্রী ও কন্যা ,কাজল ও তার ভাই বুলা মালাকাররা বলেন, এবারও আমরা রং বেরঙের রকমারি বেড়া তৈরি করছি। এবং দোকানের সাজিয়ে রেখেছি। বিক্রি হচ্ছে, তবে ভাদ্র মাসের শেষের দিকে বিক্রি অনেকটা বেশি হবে বলে ধারণা তাদের। ক্রেতারা কেনাকাটা করতে আসবেন দোকানে, আমরা তাই বিভিন্ন রকমের বেড়া তৈরি করে সাজিয়ে রাখছি।

Share this post

PinIt
scroll to top