রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায় , কলকাতা।
আজ ২রা সেপ্টেম্বর, সোমবার, পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টি আহ্বানে, রাজ মহিলাদের উপর ক্রমাগত অত্যাচার, এবং আর জি করে ডিউটিরত মহিলা ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে, ধর্মতলা মেট্রো চ্যানেল এর সামনে ধর্ণা অবস্থানে বসেন। তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে, এবং পুলিশ কমিশনার সমস্ত তথ্য লোপাটের দাবিতে। এবং তিলোত্তমার দোষীদের শাস্তির দাবিতে এই ধন্য অবস্থান।
আজ পঞ্চম দিনে পড়ল এই ধর্ণা মঞ্চ, এর আগে শ্যামবাজার এক নম্বর মেট্রো স্টেশনের সামনে পাঁচ দিন ধরে একইভাবে ঝর্ণা অবস্থান করেন, একটাই দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ।
এই ধরনা মঞ্চে উপস্থিত ছিলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, প্রাক্তন বিধায়ক তাপস রায়, রাহুল সিনহা, তোমাগ্ন ঘোষ, ইন্দ্রনীল খান, রুদ্রনীল ঘোষ, মিডিয়া এডভাইজার তুষার কান্তি ঘোষ, মহিলা মোর্চার ফাল্গুনী পাত্র, সহ বিভিন্ন জেলার বিধায়ক সাংসদ এবং সদস্যরা মঞ্চে উপস্থিত হন,
মঞ্চে প্রত্যেকের একটাই বক্তব্য, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, একদিকে যখন মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও পুলিশ কমিশনার যেভাবে সমস্ত প্রমাণ লোপাট করছেন, জাতে দোষীরা শাস্তি না পায় ,তার জন্যই ধর্ণা অবস্থান ও প্রতিবাদ।
অন্যদিকে জুনিয়র ডাক্তাররা, একইভাবে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি তুলেন, যিনি নারীদের সম্মান নিয়ে খেলা করেছেন, যিনি সমস্ত প্রমাণ লোপাট করার চেষ্টা করেছেন, যিনি দুষ্কৃতিদের সহযোগিতা করেছেন ভাঙচুরের, তাহাকে অবিলম্বে পদত্যাগ পদত্যাগের দাবি তুলে, আর বলেন যতদিন না দোষীরা শাস্তি পাবে তাহারা আন্দোলন করবেন। তারা দিদির দোষীদেরবিচার চাই,
তাই আমরা মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলি অনুমান নিয়ে পদত্যাগ করুন, জনগণ আপনাকে ছেড়ে কথা বলবে না, জনগণ বুঝতে শিখেছে , রাস্তায় নামতে শিখেছে, অমনি তাদের রাস্তায় নামতে বাধ্য করালেন, আপনার একটা আসামিকে বাঁচাতে গিয়ে, রাজ্যের জনগণ আপনার বিরুদ্ধে লড়াই করছে। আপনি ভেবেছিলেন টাকা দিয়ে সবকিছু কেনা যায়, জনগণ বুঝিয়ে দিয়েছে, টাকা চাইনা বিচার চাই, তাই এবার বিচার দেবার পালা, মেয়েরা লক্ষ্মী ভান্ডার চায়না, সম্মান নিয়ে বাঁচতে চায় ,
এর সাথে সাথে তারা গর্জে উঠলেন অভিষেক ব্যানার্জিকে নিয়ে, তারা মঞ্চে দাঁড়িয়ে জোর গলায় চেঁচিয়ে বললেন, আপনার ভাইপোর চাইতে একজন আসামি আপনার কাছে এত দামি, যাকে আমি আড়াল করতে চাইছেন, কি রহস্য আছে তার মধ্যে, যে ভাইপোর চাইতে আপনার কাছে একটা খুনি ডাক্তার বড় হয়ে গেলো, কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না, জনগণ বিচার চাইছে, দিদির বিচার পাবে, তাই এখনও সময় আছে পদত্যাগ করুন, জনগণ নবান্ন থেকে নিচে নামাবে, এই দিনটা আপনাকে দেখতে হবে। আর কেউ কামদুনি আরজিকর হতে দেবে না, আপনি যেভাবে সরকারি হসপিটাল গুলোনে দুর্নীতি ভরিয়ে ফেলেছেন, এবার আপনাকে জবাব দিতে হবে। আপনার জবাব দেয়ার পালা, ২০২৬ এর আগেই জনগণ আপনাকে পথে নামাবে। আপনি আবার বিচার চাইছেন। ফাঁসি চাইছেন, আপনার লজ্জা, রাজ্যের লজ্জা, বাংলার লজ্জা।