৬ ছাত্রনেতার ওপর ভারতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি ‘ভুয়া’

1725271553.visa_.jpg

নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৪

৬ ছাত্রনেতার ওপর ভারতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি ‘ভুয়া’
ঢাকা: বাংলাদেশের ছয় ছাত্রনেতার ওপর ভারতের ভিসা নিষেধাজ্ঞা আরোপের খবরটি ‘ভুয়া’।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে খবরটি ভুয়া।

বার্তাসংস্থা এএনআইও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে খবরটিকে ভুয়া বলছে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ছয় বাংলাদেশি ছাত্রনেতার ওপর ভারত ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনটি ‘ভুয়া’।

ভারতীয় এ সংবাদমাধ্যম বলছে, নয়াদিল্লির সরকারি বেশ কয়েকটি সূত্র এ প্রতিবেদনগুলোকে ‘ভুয়া খবর’ বলে আখ্যায়িত করেছে।

ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ভারতবিরোধী জনতাকে উসকে দেওয়া ও ভারতের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনে বাংলাদেশের ছয় ছাত্রনেতা ও তাদের ঘনিষ্ঠজনদের ভিসা না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ওই তালিকায় গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আখতার হোসেন, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নুসরাত তাবাসসুমের নাম ছিল।

বাংলাদেশে ছাত্র-নেতৃত্বাধীন প্রতিরোধ জুলাই মাসে শুরু হয়। পুরো দেশে তা ছড়িয়ে পড়ে, এতে শেখ হাসিনার সরকারের পতন ঘটে এবং ৫ আগস্ট তিনি ভারতে পালিয়ে যান।

Share this post

PinIt
scroll to top