তমসো মা জ্যোতির্গময়, এই বাণীকে সামনে ধরে, রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা সুবিশাল প্রতিবাদ মিছিল করলেন।

IMG-20240902-WA0006.jpg

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা

আজ ১লা সেপ্টেম্বর রবিবার, ঠিক দুপুর দেড়টায় ,‌ গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সামনে থেকে, রামকৃষ্ণ পরমহংসদেব ও সারদা মায়ের পোস্টারকে সঙ্গে করে এবং অভয়ার শান্তি কামনা ও দোষীদের শাস্তির দাবিতে, শঙ্খ ধ্বনি সহকারে একশো বিশাল মিছিল গোলপার্ক থেকে নন্দন পর্যন্ত করলেন।

বিভিন্ন জেলার রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা এই মিছিলে পা মেলান, বৃষ্টিতেও ছিল না মিছিল, … দোষীদের কঠোর শাস্তির দাবিতে, আর জি কর ঘটনার প্রতিবাদে, কয়েক হাজার প্রাক্তনীদের মিছিল,

তাহারা একটি সুন্দর বাণীকে তুলে ধরেছেন, মা সারদার চোখে জল সন্তানেরা ছুটে চল,
অরাযকতা ,‌ স্বৈরাচারী দেশকে মুক্ত করতে হবে, দেশকে শান্ত করতে হবে, ‌ এবং আমার মায়ের যারা ক্ষতি করেছে তাদের শাস্তি দিতে হবে।, যতদিন না মায়ের দোষীদের শাস্তি পাবে , আমরা কেউ থেমে থাকব না, সারা দেশের মায়েরা বোনেরা আরো মাঠে নামবে, যতই আড়াল করার চেষ্টা করুক, আমরা মেনে নেব না, তাই সারা দেশের মানুষ সর্ব ধর্মের মানুষ পথে নেমেছে মায়ের বিচার চাইতে, অভয়া সবার সাথে আছে থাকবে,

মিছিলের সাথে সাথে, মা সারদা ও রামকৃষ্ণ পরমহংসদেবের , বন্দনা ছাড়া রাস্তা জুড়ে শোনা গেল এবং বিদ্রোহের গান। কোন স্লোগান নয়, শঙ্খ ধ্বনিতেই পৌঁছে দিলেন জনগণের সামনে প্রতিবাদের বার্তা।

Share this post

PinIt
scroll to top