ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরামের উদ্যোগে , স্বাস্থ্য শিবির ও অভয়া ক্লিনিকের শুভ সূচনা করলেন।

IMG-20240902-WA0005.jpg

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা

আজ ১লা সেপ্টেম্বর রবিবার, ঠিক সকাল সাড়ে দশটায়, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার প্রামের এর উদ্যোগে, বিভিন্ন হসপিটালের জুনিয়র ডাক্তারেরা, স্বাস্থ্যপরিসেবা ও অভয়া ক্লিনিকে শুভ সূচনা করে, রোগীদের চিকিৎসা এবং ওষুধ প্রদান করলেন।

একদিকে যখন অভয়ার সুবিচারের আশায়, আজ ২৫ দিন ধরে আন্দোলন করছেন, কোনরকম বিচার পাচ্ছেন না, সরকার দোষীদের ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন, ঠিক সেই সময় বিভিন্ন সরকারি হসপিটালে জুনিয়র ডাক্তাররা, অভয়া ক্লিনিকে শুভ সূচনা করলেন, ‌ বিভিন্ন ধরনের রোগীদের পরিষেবা দেয়ার জন্য, এস এস কে এম হসপিটাল, এন আর এস হসপিটাল, মেডিকেল কলেজ, কেপিসি হসপিটাল, থেকে শুরু করে সরকারি হসপিটালের জুনিয়র ডাক্তাররা বিভিন্ন স্থানে বসে এই পরিষেবা দিলেন,

এবং বিভিন্ন রোগের ডাক্তারেরা উপস্থিত ছিলেন, অর্থোপেডিক, ইএনটি, স্কীন, ইউরোলজিস্ট, হার্ট কে শুরু করে অন্যান্য রোগের ডাক্তারেরা।

একইভাবে এসএসকেএম হসপিটাল এর জুনিয়র ডক্টর, রবীন্দ্র সদনের রানুছায়া মঞ্চে ক্যাম্প করে সাধারণ মানুষকে স্বাস্থ্যপরিসেবা দিলেন ও ফ্রি ওষুধ বিতরণ করলেন, এই ক্যাম সকাল সাড়ে দশটা থেকে বেলা ২ টো পর্যন্ত চলে।।

দূরদূরান্ত থেকে বিভিন্ন রোগের রোগীরা এসে উপস্থিত হন এবং তারা তাদের চিকিৎসা করান, জলপাইগুড়ি, শিলিগুড়ি, পুরুলিয়া ,বাঁকুড়া ,ঝাড়্গ্রাম, বর্ধমান ,নদিয়া বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে রোগীরা এসেছেন এবং তাদের চিকিৎসা করিয়েছেন এবং এই রোগের ওষুধ নিয়ে বাড়ি ফিরছেন,

রোগীরা জানালেন, সত্যি ডাক্তাররা আমাদের সাথে যেভাবে সহযোগিতা করেছেন, হসপিটালে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে সেই পরিষেবা পেতাম না।, তাই নয় তাহারা বলেছেন যদি কোন অসুবিধা হয় আপনারা আউটডোরে আসবেন আমরা আপনাদের চিকিৎসা করব, এই পরিসেবা পেয়ে রোগীরা ধন্যবাদ জানালেন ডাক্তারদের,

কয়েকজন ডক্টর জানালেন অভয়া ক্লিনিক আমাদের থাকবে। , যতদিন না অভয়া সুবিচার পাচ্ছে, মাঝে মাঝেই আমরা এই অভয়া ক্লিনিকের ক্যাম্প করব। আজ আমরা খুশি বিভিন্ন জায়গা থেকে রোগীরা আমাদের কাছে চিকিৎসা করতে আশায়। তবে যতদিন না শাস্তি পাবে আমরা আন্দোলন কিন্তু চালিয়ে যাবো,‌ আর একটা অনুরোধ জানালেন ৪ তারিখে রাত্রি নটার পর আপনারা মোমবাতি জেলে বাইরে বসবেন।

Share this post

PinIt
scroll to top