পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে ,‌ মহিলা সুরক্ষার জন্য হেল্প লাইন প্রকাশ করলেন জেলা পুলিশ।

IMG-20240831-WA0026.jpg

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস

আজ ৩১ শে আগস্ট শনিবার, পূর্ব মেদিনীপুরের তমলুকে, আর জি করের ঘটনার পর রাজ্য সরকারের পাশাপাশি, জেলা পুলিশ মহিলা সুরক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ করলো,

শনিবার তমলুকের নিমতৌড়িতে, পুলিশ সুপারের দপ্তরে এক সাংবাদিক বৈঠকে, মহিলা সুরক্ষার জন্য, একটি বিশেষ whatsapp ও কল নম্বর প্রকাশ করলে পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। যার নম্বর ৯৮০০৭৭৫৯৯৯, এই নাম্বারটি whatsapp এবং কল পরিষেবা রয়েছে ‌। আজ থেকেই এই পরিষেবা চালু থাকবে। এবং ২৪ ঘন্টা পরিষেবা দেওয়া হবে।।

মহিলা সুরক্ষা বলা হলেও সাধারণ মানুষ সমস্যায় পড়লে অভিযোগ করলে তার সমাধান করা হবে , সেই সাথে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র দীঘা, তাজপুর ,মন্দারমনি ,হলদিয়া, কোলাঘাট প্রভৃতি এলাকায় বিশেষ নজরদারি ব্যবস্থা থাকছে।

গত ৯ আগস্ট কলকাতার আর জি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর নড়েচড়ে বসে পুলিশ। পাশাপাশি স্বয়ংসিদ্ধা নামে এক লেটার বক্স তৈরি করা হয়, যে বক্সগুলি স্কুলের মধ্যে রাখা থাকবে। যেখানে সমস্যা নিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীরা বা শিক্ষিকা শিক্ষক মনের কথা অভিযোগ আকারে জানাতে পারবে।।

Share this post

PinIt
scroll to top